প্রধান শিক্ষক
মোঃ জসিম উদ্দিন
চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাস
শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন চরকুমারিয়া ইউনিয়নের কেন্দ্রস্থলে “চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়টি” অবস্থিত।
স্বাধীনতার ঠিক পর পরই অর্থাৎ ১৯৭২ সালে এলাকার কিছু সমাজসেবী মানুষের সহযোগিতায় ১৯৭২ সালে ১লা জানুয়ারী স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এলাকার বিশিষ্ট সমাজসেবী হাজী ছায়েদুর রহমান মোল্যার প্রত্যক্ষ সহযোগিতায় এবং এলকার আরো কিছু মানুষের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি তার যাত্রা শুরু করে।
প্রথমে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যন্ত স্বীকৃতি লাভ করে। নিম্ন মাধ্যমিক পর্যায় পর্যন্ত থাকা অবস্থায় বিদ্যালয়টির পড়ালেখার মান দুরদুরান্তে ছড়িয়ে পরে। ফলে দূরদূরান্ত থেকে অনেক ছাত্র- ছাত্রী এই বিদ্যালয়ে পড়া লেখা করতে আসে । তখন প্রতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৫/৭ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করত । জুনিয়র পর্যায়ে ভাল ফলাফল করার কারনে এবং এলাকার মানুষের পড়ালেখার চাহিদার কারনে ১৯৮২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভের চেষ্টা গ্রহণ করা হয় এবং একই বছর মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে। তারই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে প্রথম বারের মত SSC পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।
মাধ্যমিক পর্যায়ের পরের পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে উপজেলায় অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়ের দক্ষ পরিচালনা কমিটি ও এক ঝাঁক দক্ষ শিক্ষকদের সমন্বয়ে বিদ্যালয়টি উপজেলায় তার স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখেছে। বর্তমানে বিদ্যালয়টি SSC পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
এছাড়াও অবকাঠামোগত দিক থেকে বিদ্যালয়টি বর্তমানে নান্দনিক রুপ ধারণ করেছে।অদুর ভবিষ্যতে বিদ্যালয়টি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করবে বলে অভিজ্ঞজনরা মনে করে।